প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২০, ৫:৫৮ এ.এম
শিশুকে যৌনাঙ্গ চোসানোর ঘটনায় এক ইমাম কে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুকে যৌনাঙ্গ চোসানোর ঘটনায় এক ইমাম কে গ্রেফতার করেছে পুলিশ।
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
বরিশালের উজিরপুরে শিশু অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ । এ ঘটনায় ওই শিশু পুত্রের মা পপি বেগম বাদী হয়ে ইমাম আবুল হাসান হাওলাদারকে আসামী করে ২২ নভেম্বর রবিবার সকালে উজিরপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনের ৯’র (১) ধারায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই ওসি জিয়াউল আহসানের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বান্না গ্রাম থেকে ইমাম আবুল হাসান হাওলাদারকে (৩১) গ্রেফতার করে।পরে তাকে বরিশালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলাসূত্রে জানা গেছে উজিরপুর উপজেলার দক্ষিণ বান্না জামে মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে ওই এলাকার কামাল সিকদারের ছেলে আলাল সিকদারসহ বেশ কয়েকজন শিশু মক্তবে আরবী পড়তে যায়।প্রতিদিনের মতো ২১ নভেম্বর ভোর সাড়ে ৫টায় আলাল সিকদার মসজিদের ইমাম আবুল হাসান হাওলাদারের কাছে আরবী পড়তে বক্তবে যায়।প্রতিদিন সকাল ৭টায় ছুঁটি হলেও সে সাড়ে ৭টায়ও বাসায় ফিরে না আসায় তাকে খুঁজতে বের হওয়ার করার এক পর্যায়ে সে বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরে আসে। তাকে সকালের নাস্তা খেতে বললেও না খেয়ে সে মনমরা অবস্থায় বসে থাকে এবং বার বার থুথু ফেলে ও বমির চেষ্টা করে।একপর্যায়ে সন্ধ্যার দিকে আলাল তার মাকে জানায় মসজিদের মক্তবের পড়া শেষ হলে তাকে ইমাম আবুল হাসান হাওলাদার ছুটি না দিয়ে তাহার কক্ষে ডেকে নিয়ে গিয়ে বলে “তোকে আজ একটা ভাল জিনিস খাওয়াবো। এই বলে আবুল হাসান হাওলাদার তাহার লিঙ্গ তার মুখে ঢুকিয়ে দিয়ে চুষতে বলে।সে এতে অনিহা প্রকাশ করলে আবুল হাসান হাওলাদার তাকে বিভিন্ন ভয়ভিতী দেখিয়ে লিঙ্গ চুষতে বাধ্য করায়। এক পর্যায়ে সে কান্নাকাটি শুরু করলে তাকে কিছুক্ষন পরে ছেড়ে দেয়া হয়। ন্যক্কারজনক এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সঞ্চার হওয়ার পাশাপাশি এলাকায় নিন্দার ঝড় বইছে। এলাকাবাসী লম্পট এ ইমামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এ প্রসঙ্গে উজিরপুর মডেল তানার ওসি জিয়াউল আহসান বলেন ঘটনাটি অত্যন্ত ঘৃনিত ও লজ্জাজনক। এ ব্যপারে মামলা নিয়ে আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
শিক্ষাতথ্য টিভি