মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
পটুয়াখালীর লাউকাঠীতে অবৈধ ভাসমান ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে
ড্রেজার মেশিনটি পুড়িয়ে দিলেন সহকারী কমিশনার ভূমি প্রশাসন । পটুয়াখালী সদর
উপজেলার লাউকাঠী ইউনিয়নের পশ্চিম ঢেউখালীতে সরকারী খাল থেকে শ্যালো ইঞ্জিন
চালিত অবৈধ ভাসমান ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দ্বায়ে ঘটনাস্থলে অবৈধ
ভাসমান ড্রেজারটি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিলেন স্থানীয় ভূমি প্রশাসন।
সোমবার ২৩ নভেম্বর ২০২০ ইং তারিখ গনমাধ্যম কর্মীদের তথ্যের ভিত্তিতে
সন্ধ্যা ৫:৩০ এর সময় সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) এর
উপস্থিতিতে অনুমোদন বিহিন অবৈধ ভাসমান ড্রেজারটি আগুনে পুড়িয়ে ধ্বংস করা
হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নাসির মৃধা নামের স্থানীয় একজন ব্যক্তি
লাউকাঠী-মৌকরন সরকারী খাল থেকে অবৈধভাবে অনুমোদনহীন ভাসমান ড্রেজার দিয়ে
বালু উত্তোলন করে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন।
পটুয়াখালীর লাউকাঠীতে অবৈধ ভাসমান ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে
ড্রেজারটি পুড়িয়ে দিলেন প্রশাসন
এসময় অবৈধ ভাসমান ড্রেজার মালিক মো. নাসির মৃধা পলাতক ছিলেন। তাকে খোঁজ
করেও ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে সদর উপজেলা প্রশাসনের সহকারী
কমিশনার(ভূমি) বলেন, এরকম অনুমোদনহীন শ্যালো ইঞ্জিন চালিত ভাসমান ড্রেজার
দিয়ে বালু উত্তোলন করা সম্পূর্ন অবৈধ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
তিনি আরো বলেন, কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থের জন্য এরকম অবৈধ ভাসমান
ড্রেজার ব্যবহার করে যা আইনত দন্ডনীয় অপরাধ। ২০১০ নীতিমালা অনুযায়ী আইন
ভঙ্গের শাস্তি সর্বোচ্চ ২ বছর কারাদন্ড অথবা সর্বনিম্ন ৫০,০০০ টাকা থেকে ১০
লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত হতে পারে।