মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
বিশেষজ্ঞদের মতে কোভিড মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হল মাস্ক পরিধান করা। কোভিডের প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল সংস্থার সহযোগিতায় এবং এ লক্ষ্যে গঠিত কমিটির সদস্যগণকে সাথে নিয়ে চলছে করোনা প্রতিরোধ কার্যক্রম।
তারই পাশাপাশি হিসেবে চলছে মোবাইল কোর্ট পরিচালনা। গতকাল ২৩ নভেম্বর সারাদিন জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং মাস্ক পরিধান না করার কারণে জরিমানা করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মাস্ক বিতরণও করা হয়। ২৪ সে নভেম্বর, এবং আজ ২৫শে নভেম্বর ২০২০ তারিখ মাগুরা জেলার পৌর এলাকা সহ বিভিন্ন উপজেলায় শুরু হয়েছে মোবাইল কোর্ট। সকলকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল।মাস্ক পরিধান করুন
স্বাস্থ্যবিধি অনুসরণ করুন
করোনামুক্ত থাকুন।
এবং মাগুরা জেলাতে জেলা প্রশাসনের উদ্যোগে চারটি উপজেলাতেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে কোভিড মোকাবেলায় মাক্স ভিত্তিক মোবাইল কোর্ট পরিচালনা চলমান থাকবে।