মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ শ্রী বাচ্চু দাস নামে এক যুবককে আটক করেছে।বুধবার (২৫ শে নভেম্বর) উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্প এলাকায থেকে তাকে আটোক করা হয়।শ্রী বাচ্চু দাস উত্তর কিস্তাকাঠি আবাসনের মৃত রতন দাসের পুত্র।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) ছানোয়ার হোসেন জানায়, বুধবার মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় আভিযানে কালো টেপ দ্বারা মোড়ানো সিগারেটের প্যাকেটে ২০ পিস ইয়াবাসহ শ্রী বাচ্চু দাসকে আটক করা হয়। তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।