শাকিব খানের সঙ্গে টানা ৯টি ছবিতে অভিনয় করে এক লাফে তারকা বনে যাওয়া
চিত্রনায়িকা শবনম বুবলী দীর্ঘদিন লাপাত্তা। গুঞ্জন রয়েছে, তিনি বর্তমানে
বিদেশ রয়েছেন। এও গুঞ্জন রয়েছে বুবলী অন্তঃসত্ত্বা। তিনি কার সন্তানের মা
হতে চলেছেন?
শাকিবের বিপরীতে শেষ ছবি ‘বীর’ এর শুটিং সেট থেবে বুবলীর একটি ছবি
প্রকাশ করার পর থেকে তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জনে স্বাভাবিক
প্রশ্ন উঠেছে, তবে কী চিত্র নায়িকা অপু বিশ্বাসের পথেই হাঁটছেন বুবলী?
এর আগে অপু বিশ্বাস তার ক্যারিয়ারের ৭০টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে
২০০৮ সালে গোপনে বিয়ে করে ২০১৬ সালে একই ভাবে লাপাত্তা হয়ে গিয়েছিলেন। ২০১৭
সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। এরপর টিভি লাইভ
অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সবকিছু।
এতে ক্ষিপ্ত হয়ে অপুকে ডিভোর্স দিয়ে তার সঙ্গে সব সম্পর্কের অবসান ঘটান
শাকিব। এবার বুবলীর ক্ষেত্রেও তেমন কিছুরই আশঙ্কা করছেন তার
ভক্ত-সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় তো রবও উঠেছে, সন্তান জন্মদানের জন্যই
বিদেশে পাড়ি দিয়েছেন বুবলী। তবে সত্যিটা কী, তাতো সময়ই বলে দেবে’
আরও পড়ুন : হঠাৎ করে দীপিকা পাডুকোন টুইটারে নিজের নাম পরিবর্তন করেছেন।
এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে। সত্যিই কী তিনি নিজের নাম
পরিবর্তন করেছেন নাকি! আগে ছিল ‘দীপিকা পাড়ুকোন’। হয়ে গেল ‘তারা’।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রকাশিত খবরে বলা হয়েছে, পাঁচ বছর
হয়ে গেল। সেই কর্সিকায় দেখা হয়েছিল ‘তারা’ আর ‘বেদ’-এর। তারপর কত্ত
‘তামাশা’! আজ সেই স্মৃতিচারণ করলেন ‘তামাশা’ ছবির অভিনেত্রী। যার চরিত্রের
নাম ছিল ‘তারা’।
বেদের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কাপুর। এই ছবিতে রণবীর
কাপুরের অভিনয় নিয়ে তুমুল প্রশংসা হয়েছিল তখন। অন্যদিকে গল্প বলার
অভিনবত্ব, ছবি নির্মাণের কৌশল, গানের ব্যবহার— সব মিলিয়ে পরিচালক ইমতিয়াজ
আলির ঝুলি ভরে উঠেছিল প্রশংসায়। বিশেষ করে, ‘আগর তুম সাথ হো’ গানটির শুরুর
মুহূর্তের দৃশ্যায়নের ক্লিপিংটি আজও ইউটিউবে ব্যপক জনপ্রিয়।
আর গান? এ আর রহমানের সুরে পাগল হয়ে গিয়েছিলেন দর্শক। সামাজিক ইস্যু
নিয়ে তৈরি সেই ছবিটির পাঁচ বছর বয়স হল শুক্রবার। নিজের টুইটারের নাম বদলের
মধ্যে দিয়েই জন্মদিনটি পালন করলেন দীপিকা।
শুধু তাই নয়, টুইটারের ছবিটিও বদলে দিলেন। ‘তামাশা’ ছবির একটি পোস্টার
আপলোড করলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, রণবীর কাপুর আর দীপিকা একে অপরের
ঘাড়ে হাত দিয়ে রয়েছেন আর হাসছেন।
রণবীর ও দীপিকার অনুগামীরা টুইটারে হ্যাশট্যাগ ‘ফাইভ ইয়ার্স অফ তামাশা’
লিখে ট্রেন্ডিং চালু করে দিয়েছেন এদিন সকাল থেকে। কেউ কেউ আবার বলছেন, এই
ছবিটা তাদের জীবনের আসল অর্থ বুঝতে সাহায্য করেছে।