প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২০, ১০:১৩ এ.এম
কুমিল্লার বরুড়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী সন্ত্রাসী আটক
কুমিল্লার বরুড়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী সন্ত্রাসী আটক
সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়া উপজেলা থেকে মোঃ আকতার হোসেন উরফে মাসুদ (৩৩) নামের একজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
বুধবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার গহীনখালী এলাকা থেকে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
আটককৃত আসামী কুমিল্লার বরুড়া উপজেলার গইীনখালী গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্রধারী সন্ত্রাসী মাসুদ দীর্ঘদিন যাবৎ আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকায় চাঁদাবাজী, টেন্ডারবাজীসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বরুড়া থানায় একাট মামলা দায়ের করা হয়েছে।
শিক্ষাতথ্য টিভি