৪রে,
ডিসেম্বর তারিখকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে চট্টগ্রামের মিরসরাইয়ে
মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। শুক্রবার (৪ডিসেম্বর)
সকালে মিরসরাই উপজেলা সদরে স্থানীয় কমান্ডের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে
মুক্তিযোদ্ধা ছাড়াও অংশ নেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। “৪ডিসেম্বর দিচ্ছে
ডাক, সাম্প্রদায়ীক অপশক্তি নিপাত যাক” এই স্লোগানকে সামনে রেখে সকাল ১০ টায়
র্যালী ও মানববন্ধন মিরসরাই উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা
কমপ্লেক্সে একটি সমাবেশের মাধ্যমে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে
গিয়ে শেষ হয়। এসময় মুক্তিযোদ্ধারা বলেন, “ডিসেম্বর ৪ তারিখকে
রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণা করতে হবে”।
সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশের মৌলবাদীদের ষড়যন্ত্রের প্রতিবাদ
জানিয়ে মুক্তিযোদ্ধারা বলেন, “এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলায়
মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও জনতাকে মাঠে থেকে এদের রুখে দিতে
হবে।” উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা কমান্ডার কবির
আহমেদ, ডেপুটি কমান্ডার আবুল হাসিম, সাংগঠনিক কমান্ডার ফজলুল করিম, সহকারী
কমান্ডার কামাল পাশা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাচ্ছু, মাস্টার
রফিকুজ্জামান, আমুস সংগঠনের উপদেষ্টা তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমূল, সাইফুল
কবির চৌধুরী তানসেন, দাউদ খান, প্রমূখ।