:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ পুলিশ সদস্য, উপজেলা ছাত্রলীগের সাধারণ
সম্পাদকসহ ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারাকান্দি গেইটপাড়
এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান,
সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানায় আধিপত্য বিস্তারকে
কেন্দ্র করে উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মুকুল ও উপজেলা আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ
চলাকালে উভয় পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও অগ্নি সংযোগের
ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাকান্দি তদন্ত কেন্দ্রের
কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা
করলে বিক্ষুব্ধদের ছোড়া ইটের আঘাতে তদন্ত কেন্দ্রের ইনচার্জ তারিকুল ইসলাম ও
এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
এই সংঘর্ষে পুলিশ ও নেতাকর্মীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতেরা হলেন
সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মামুন, ঠান্ডু, আনোয়ার,
সাইফুল, লাল চাঁন, লিটন, জাহিদুল, উজ্জল, আজমত, বেলাল, মিন্টু, সাজিদ হাসান
মানিক, হাফিজুর, আবুল কালাম, মিজান, আবু তালেব, সাকিব, সাইদুল, সেলিম,
খালেক, ছানোয়ার, হেলাল। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও
জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে উপজেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক আল-মামুনের অবস্থা গুরুত্বর হওয়ায় রাতেই তাঁকে ঢাকায় নেওয়া
হয়।
সংঘর্ষের ঘটনায় তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।