মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
প্রতিপাদ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অপপ্রচারের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয়।এতে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এবং সাধারণ জনগণ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ চাঁদ মোঃ আব্দুল আলীম আল রাজী, অতিরিক্ত জেলা জজ এমজি আজম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসানুজ্জামান,
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, ঝিনাইদহ জজ কোটের জিপি সিনিয়র আইনজীবি এডভোকেট বিকাশ কুমার ঘোষ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়েল উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নিলুফার ইয়াসমিন সহ অন্যান্যরা।এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু ব্যতীত বাংলাদেশ অবিচ্ছেদ অংশ। বঙ্গবন্ধুর কারণেই আমরা এখন সরকারি চাকরি করছি। এক সরকার আসবে আরেক সরকার যাবে। সরকারে বিষয়ে মতামত থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধুর বিষয়ে দ্বিমত করার সুযোগ নেই। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখানো ও তার বাস্তবায়নকারী মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভাস্কার্য ভাংচুরের সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই এবং তাঁদের দ্রুত বিচার দাবি করেন