মহান
বিজয় দিবস উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগ ও যুবলীগের বাইসাইকেল সহ পতাকা
র্যালী
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুর জেলা আওয়ামী লীগ এবং যুবলীগ ও ছাত্রলীগ সহ বিজয় দিবসে বর্নাঢ্য
বাইসাইকেল ও জাতীয় পতাকা র্যালী অনুষ্টিত হয়েছে। সকাল সাড়ে টায় শহরের
নোমানী ময়দান থেকে বর্নাঢ্য বাইসাইকেল ও জাতীয় পতাকা র্যালী বের হয়।
বাইসাকেল চালিয়ে র্যালী উদ্ভোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব
এডভোকেট সাইফুজ্জামান শিখর, এবং যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃআলী আহমেদ আহাদ,
যুগ্ন আহবায়ক সাকিব হাসান তুহিন সদস্য মীর মনিরুল ইসলাম লিটন সহ বিভিন্ন
দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ। বাদ্য যন্ত্রের তালে তালে র্যালীটি মাগুরা
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নোমানী ময়দানে শেষ করেন।
র্যালীতে দুইশত বাইসাইকেল এবং এক দুইশত জাতীয় পতাকা প্রদর্শিত হয়।
বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে এ শোভা যাত্রাকে সড়কের অসংখ্য পথচারীরা
হাত নেড়ে স্বাগত জানিয়েছে।