গত বছরের ১৩ ডিসেম্বর সরকারের চালের মজুদ ছিল ১০ লাখ ৯৪ হাজার টন। অথচ চলতি
বছরের একই তারিখে মজুদের পরিমাণ ৫ লাখ ৫১ হাজার টনে নেমে এসেছে। মূলত কভিড
প্রেক্ষাপটে বিতরণ বাড়লেও সে অনুযায়ী সংগ্রহ কার্যক্রমে গতি না পাওয়ায়
অর্ধেকে নেমে এসেছে চালের মজুদ।
অনলাইন নিউজপেপার থিম। এই থিমটি দিয়ে আপনারা বাংলা এবং ইংরেজি নিউজপেপার সাইট তৈরি করতে পারবেন । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০। সম্পাদক : মো আসাদুজ্জামান আমানউল্লাহ । মোবাইল : ০১৭০০-০০০০০০ । ইমেইল : Support@news.com ।