প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২০, ৫:০৩ এ.এম
আজ শুক্রবার জরুরি বৈঠক ডাকলেন মমতা, ভাঙ্গন প্রতিরোধে তৎপরতা
কালীঘাটের বাড়িতে শুক্রবার জরুরি বৈঠক ডাকলেন মমতা, ভাঙ্গন প্রতিরোধে তৎপরতা
মুখে যতই বলুন, যে যেতে চায় যাক -তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় যে দলে
ভাঙ্গন নিয়ে চিন্তিত তা বলাই বাহুল্য। শুভেন্দু অধিকারী চলে গেছেন,
জিতেন্দ্র তেওয়ারি গেছেন, সাংসদ সুনীল মন্ডলও যাওয়ার পথে। আরো অনেকেই গেছেন
বা যাচ্ছেন। এই অবস্থায় দলের দু কুলের ভাঙ্গন এড়াতে তাঁর কালীঘাটের বাড়িতে
শুক্রবার শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দোপাধ্যায়। সুব্রত
বক্সি, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়রা ছাড়াও অভিষেক বন্দোপাধ্যায় ও
ভোট কুশলী প্রশান্ত কিশোরকেও থাকতে বলা হয়েছে বৈঠকে। এই শেষের দুজনকে নিয়েই
ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। মমতা ভাঙ্গনরোধে কি দাওয়াই দেন তার
দিকে তাকিয়ে সকলে। বিজেপি যে ভাবে মাস্টারপ্ল্যান তৈরি করেছে তাই নিয়েও
আলোচনা হবে। রাজ্যের তিন আইপিএস অফিসারকে রাজ্যের বাইরে পোস্টিং দিয়ে
সরাসরি যে জিহাদ তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার আলোচনায় সে প্রসঙ্গও
উঠবে।
মমতাকে নানা দিক থেকে কোনঠাসা করে বিজেপির এগোনোর ব্যাপারে
বাংলার মানুষের সহমর্মিতার কার্ডটি এখনই খেলা হবে কিনা তাই নিয়েও আলোচনা
হবে।
শিক্ষাতথ্য টিভি