ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায়
বাঘা যতিনের ভাস্কার্য ভাঙচুরের ঘটনায় কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিচুর
রহমান সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নৈশ প্রহরী খলিলুর রহমানের দেয়া
তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে, আজ বেলা দেড়াটার কুষ্টিয়ার
পুলিশ সুপার তানভির আরাফাত সাংবাদিকদের এক ব্রিফিং এ বিস্তারিত ভাবে জানান।
তানভির আরাফাত বলেন, স্থানীয় কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনকে
কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে বর্তমান কতৃপক্ষকে বিপদে ফেলানার জন্যই
এই ঘটনা ঘটানো হয়। আটকৃতরা হলো কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিচুর রহমান, একই
এলাকার যুবলীগ কর্মী সবুজ এবং হৃদয়।
উল্লোখ্য. গতকাল গভীর রাতে কে বা কারা কুষ্টিয়ার কুমারখালীর কয়া
ইউনিয়নের কয়া মহাবিদ্যালয়ের প্রধান ফটকের বাঘা যতিনের ভাস্কর্যের মুখ এবং
নাক ভেঙ্গে ফেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকালই এই প্রতিষ্টানের
অধ্যক্ষ হারুন অর রশিদ, পরিচালনা পরিষদের সভাপতি নিজামুল হক চুন্ন, নৈশ
প্রহরী খলিলুর রহমান এবং কয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি আনিচুর রহমানকে
পুলিশ হেফাজতে নেয়া হয়েছিলো।