প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২০, ১:২৩ পি.এম
প্রার্থীতার খবরে জাতিয়পার্টি নেতা হাজি আবু সুফিয়ানের বাড়িতে পরিবর্তন প্রত্যাশি বিভিন্ন শ্রেনী পেশা মানুষের পদচারনায় মুখরিত
চর চান্দিয়ার চেয়ারম্যান পদে প্রার্থীতার খবরে জাতিয়পার্টি নেতা হাজি আবু সুফিয়ানের বাড়িতে পরিবর্তন প্রত্যাশি বিভিন্ন শ্রেনী পেশা মানুষের পদচারনায় মুখরিত
স্টাফরিপোর্টারঃ দীর্ঘদিনের বঞ্চিত অবহেলিত চর চান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে জাতিয় পার্টি সোনাগাজী উপজেলা সভাপতি হাজি আবু সুফিয়ানের প্রার্থী হওয়ার খবরে ইউনিয়ন জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে- হাজি আবু সুফিয়ান একজন নির্লোভ নিরহংকারী ভদ্রলোক। হাজি আবু সুফিয়ানের মতো মানুষ চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত প্রান্তিক মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে।
ওলামা বাজারের কয়েকজন ব্যাবসায়ী এ প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন- আর্তমানবতার কল্যানে ও তৃণমুলে শিক্ষা বিস্তারে হাজি আবু সুফিয়ান তার নিজের জীবন যৌবন উৎসর্গ করেছেন। তিনি উড়ে এসে জুড়ে বসা লোক নয়। তিনি বসন্তের কুকিলও নন। চর চান্দিয়ার মাটি মানুষের রন্ধ্রে রন্ধ্রে হাজি আবু সুফিয়ান ৩০/৩৫ বছর ধরে বিচরন করছেন। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অত্র ইউনিয়নের উন্নয়ন ও আধুনিকতার ভিত গড়ে দিয়েছেন। রাস্তা ঘাট, ব্রিজ কালভার্ট, মসজিদ মাদ্রাসা সহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে তার অবদান মাইল ফলক হয়ে থাকবে।
হাজি সুফিয়ানের একক প্রচেষ্টায় পারিবারের সহায়তায় এলাকায় শিক্ষার আলো জ্বালাতে অনেক কাঠখড় পুড়িয়ে ওলামাবাজার হাজি সেকান্তর মিয়া উচ্ছ বিদ্যালয়সহ বহু প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সোনাগাজীর নদী ভাংগা অসহায় মানুষের পুনর্বাসনের জন্য তিনি অসংখ্য সভা সেমিনারে ও টেলিভিশন টক-শোতে অংশ নিয়েছেন।
জাতিয় পার্টি নেতা সিরাজুল ইসলাম বলেন- লে:জে: মাসুদ চৌধুরী এমপির সার্বিক দিক নির্দেশনায় ইতিমধ্যে সোনাগাজী উপজেলার ইউনিয়নও ওয়ার্ড পর্যায়ে জাতিয় পার্টির সংগঠন সু-সংহত হয়েছে। জাতিয় পার্টি প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রার্থী দিবে। হাজি আবু সুফিয়ানকে ইতিপুর্বেও আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অনুরোধ করেছিলাম। তিনি আগ্রহ প্রকাশ করেন নাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতিয় পার্টির নেতা-কর্মী সহ সর্বস্তরের মানুষের আগ্রহ উদ্দীপনার মুল্যায়ন করতে তিনি প্রার্থী হতে পারেন।
আমরা আশাবাদী তিনি চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনসেবায় নিজেকে উৎসর্গ করে যাবেন।
সার্বিক বিষয়ে হাজি সুফিয়ানের সাথে যোগাযোগ করলে তিনি জানান- জাতিয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী ৩ আসনের এমপি লে:জে: মাসুদ চৌধুরী’র নির্দেশনায় ইতিমধ্যে তৃণমূলে দলের কমিটি গঠন করে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছি। মাসুদ চৌধুরীর নির্দেশনা পেলে আমি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুত আছি এবং বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে অত্যন্ত আশাবাদী
শিক্ষাতথ্য টিভি