বিএনসিসির সেনা শাখার করোনা প্রতিরোধে র্যালি লিফলেট ও মাস্ক বিতরন
নাটোরে বিএনসিসির সেনা শাখার করোনা প্রতিরোধে র্যালি লিফলেট ও মাস্ক বিতরন
,নাটোর জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার সকালে নাটোর এনএস সরকারী কলেজ মাঠে আনুষ্ঠাানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (িবএনসিসিৎ)৫ম মহাস্থান ব্যাটালিয়নের সেনা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল মোতালেব,সেকেন্ড লেফটেনেন্ট প্রফেসর আফজাল হোসেন এবং প্রফেসর আন্ডার অফিসার সুমন আলী।মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে পরে শহরে সচেতনতা মূলক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category