নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটনে রংধনু পয়েন্টের উদ্বোধন
নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটনে রংধনু পয়েন্টের উদ্বোধন
জেলায় পর্যটকদের আকর্ষণ করার
জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। এর অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি উপবন
পর্যটন কেন্দ্রে সৌন্দর্য্যবর্ধণের জন্য কাজ করা হচ্ছে।
উপজেলার সদরের উপবন পর্যটনে ২২টি শিল্প কারুকাজসহ রংধনু পয়েন্ট উদ্বোধন
করেছেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। তিনি গতকাল উপবন পর্যটন লেক
পরিদর্শনের শেষে সন্ধ্যায় এ পয়েন্টটির উদ্বোধন করেন।
উপবন লেকের রংধনু পয়েন্ট উদ্ধোধনের সময়ে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি, সহকারি কমিশানার (ভূমি)
আশরাফুল হক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যানোওয়ান চাক প্রমুখ।
(বাসস) :
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category