নরসিংদীর
বেলাবোতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চার ব্যক্তি নিহত হওয়ার
খবর পাওয়া গেছে। ১ জানুয়ারি, শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের
নরসিংদী ও ভৈরবের সিমান্তবর্তী এলাকা দরিকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তবে
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। বেলাবো থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন পলাশ এই নিশ্চিত করেন।
পুলিশ
জানায়, ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত
দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চারজন মারা যান। এ ঘটনায়
আরো একজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর
আগে শুক্রবার সকালে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়ার বরইতলী রাস্তার
মাথায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষের দুইজন
নিহত হয়। এ নিয়ে বছরের প্রথম দিনে দুটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানির
ঘটনা ঘটলো।