দুটি শর্টগান সাড়ে সাত হাজার পিস ইয়াবা ২৯৬৬০০টাকাসহ ৫ জন
গ্রেফতার
টেকনাফে
ডিএনসির অভিযানে দুটি শর্টগান সাড়ে সাত হাজার পিস ইয়াবা ২৯৬৬০০টাকাসহ ৫ জন
গ্রেফতার
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
ভোর ৪ টা থেকে ৬ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ
জোনের সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে টেকনাফের হোয়াইকং
সাতঘরিয়া পাড়া এলাকায় পরিচালিত শ্বাসরুদ্ধকর অভিযানে দুটি শটগান, সাড়ে সাত
হাজার পিস ইয়াবা, ২৯৬৬০০টাকাসহ মাদক সিন্ডিকেটের ৫ জনকে গ্রেফতার করা হয়।
আসামীরা গুলি করার চেষ্টা করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ডিএনসির টিমের সঙ্গে
ধস্তাধস্তিতে অধিদপ্তরের তিন জন সদস্য আহত হয়। আসামী মোঃ জাহেদ হোসেন
পালিয়ে যায় এবং গ্রেফতার কৃত
আসামীরা হলেন একই এলাকার ( ১)হাসিনা (জাহেদের ১ম স্ত্রী),(২)জোসনা(জাহেদের
২য় স্ত্রী), (৩)নবী হোসেন (জাহেদের ভাই), (৪) আব্দুল জলিল( রোহিঙ্গা),
(৫) মামুনুর রশিদ। সহ সকল আসামীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
দায়ের করা হয়েছে।