স্টাফ
রিপোর্টার : ফ্রান্স থেকে সংগৃহীত সাপের বিষ চোরাচালানের মাধ্যমে
বাংলাদেশে আনা হয়েছিল। অবৈধভাবে এসব বিষ বহন করছিল আন্তর্জাতিক চোরাচালান
চক্রের সদস্যরা।
তবে আটকরা মূলত বাহক বলে জানিয়েছে র্যাব।
রাজধানীর
রামপুরা থানাধীন চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে ৮৫ কোটি টাকা
মূল্যের সাপের বিষ উদ্ধারসহ বাহক শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান,
দুলাল ও মোকলেসুর রহমান নামে পাঁচজনকে আটক করে র্যাব। উদ্ধার হওয়া এসব
বিষের আন্তর্জাতিক বাজারমূল্য ১০ মিলিয়ন ডলার।
শুক্রবার
(৮ জানুয়ারি) বিকেলে রামপুরা থানাধীন চৌধুরীপাড়া লোহার গেট এলাকার
তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১২ উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ
মশিউর রহমান।
তিনি
বলেন, উদ্ধার করা বিষের সঙ্গে থাকা ম্যানুয়াল থেকে জানা যায়, ফ্রান্স থেকে
এসব বিষ সংগ্রহ করা হয়। চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসে। এখানে লিকুইড ও
ক্রিস্টাল হিসেবে বিষগুলো পাওয়া গেছে। এই চক্রের সদস্যরা মূলত বাহক হিসেবে
কাজ করে আসছিল। ফ্রান্স থেকে আসা এসব সাপের বিষ বাংলাদেশ হয়ে কোথায়
যাচ্ছিল তা খোঁজ নিতে তদন্ত চলছে।