প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১০, ২০২১, ১০:৩৭ এ.এম
ডিবি পুলিশের অভিযানে একশত পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে একশত পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানেএকশত পিচ ইয়াবাসহ রাকিব হাসান ওরফে শয়ন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ।
বগুড়া ডিবির একটি টিম গত ৮ জানুয়ারি রাত্রি (২১.৫০) ঘটিকার সময় বগুড়া সদর থানার নামাযগড় মোড়স্থ শিল্পী হোটেলের ভেতর হইতে একশত পিচ ইয়াবাসহ বগুড়া সদর থানার জহুরুল পাড়া এলাকার স্বপন শেখ এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রাকিব হাসান ওরফে শয়ন (২০) কে গ্রেফতার করেন। বগুড়া সদর থানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু অন্তে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শিক্ষাতথ্য টিভি