অনলাইন ডেস্ক
আল গাবরা আরো বলেন, ‘বিগত পাঁচ বছরে কানাডা সরকার মার্ক গার্নাউর
নেতৃত্বে পরিবহন ব্যবস্থাকে নিরাপদ, পরিচ্ছন্ন করে ব্যাপক উন্নতি সাধন
করেছে।’
২০১৫ সালে আল গাবরা মিসিসাগা সেন্টারের এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। কানাডায় পুনর্গঠিত মন্ত্রীপরিষদে তিনি নিয়োগ পান।
এর আগে তিনি কানাডার আন্তঃসরকার বিষয়ক মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাস্টিন ট্রুডোর গঠিত মন্ত্রীপরিষদে আল গাবরা হলেন কানাডার তৃতীয় মুসলিম
মন্ত্রী। এর আগে আহমদ হুসাইন পরিবার, শিশু ও সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী
হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া মারয়াম মুনসেফ গ্রামীন অর্থনৈতিক উন্নয়ন
বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
কানাডায় মুসলিম জনসংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বের বিভিন্ন মুসলিশ দেশ
থেকে মুসলিম অভিবাসীরা এখানে পাড়ি জমায়। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার
৩.২ ভাগ মুসলিম।
সূত্র : মিসিসাগা ডট কম