মাটিচাপায় প্রাণ গেলো একই পরিবারের ৩ শিশুর।
মাটিচাপায় প্রাণ গেলো একই পরিবারের ৩ শিশুর।
গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে প্রাণ গেলো একই পরিবারের ৩ শিশুর। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
যে ৩ শিশু মারা গেছে, তারা হলো মাসুদ মিয়ার দুই ছেলে আব্দুল আলী (৭) আবির আলী (৪) ও শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে রাস্তা নির্মানের কাজ শুরু হয়েছে। এ সময় রাস্তার পাশে বিশাল গর্ত তৈরি হয়েছে। শুক্রবার সকালে শিশুরা খেলতে গিয়ে ওই গর্তের ভেতর মাটিচাপা পড়ে যায়। স্বজনরা খুঁজতে এসে প্রথমে এক শিশুর পা দেখে চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন। তাদের চিৎকারে বাকিরা শিশুদের লাশ উদ্ধার করেন।
এই প্রসঙ্গে ওসি বলেন বেলকা ইউনিয়নের কিসমত এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। তার পাশেই ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি উত্তোলন করা হয় ।সেখানে বিশাল গরত তৈরি হয়েছে। শিশুরা খেলতে গিয়ে ওই গর্তে পড়ে যায়।এতে মাটিচাপা পড়ে তারা মারা যায় বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category