বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। কোনওভাবেই নিয়ন্ত্রণে
আনা যাচ্ছে না এই ভাইরাসের প্রাদুর্ভাব। বিশ্বের বিভিন্ন দেশে গত ২৪
ঘণ্টায় (শুক্রবার) এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রাণ হারাল আরও সাড়ে নয়
হাজার মানুষ। এ নিয়ে মৃতের সংখ্যা ২৭ লাখ ১২ হাজার ছাড়াল।
দৈনিক মৃত্যু আর সংক্রমণে এখনও শীর্ষে ব্রাজিল। টানা চতুর্থ দিনের মতো
২৪ ঘণ্টায় আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশটিতে।
এ নিয়ে সেদেশে মোট প্রাণহানি দু’লাখ ৯০ হাজারের বেশি।
এদিন, প্রায় ১২শ মৃত্যু রেকর্ড করেছে আমেরিকা। দেশটিতে মোট প্রাণহানি ৫ লাখ ৫৩ হাজার ছাড়াল।
দিনের তৃতীয় সর্বোচ্চ ৭শ’ জনের মৃত্যু দেখল মেক্সিকো। এছাড়া, রাশিয়া ও পোল্যান্ডে ৪শ’র বেশি প্রাণহানি ছিল শুক্রবার।
এদিন, বিশ্বে ৫ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-১৯। মোট সংক্রমিত ১২ কোটি ২৮ লাখের বেশি।
বিডি প্রতিদিন/কালাম