প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২১, ৮:০৫ পি.এম
মাগুরায় ধর্মত্যাগে হুমকি: গ্রেপ্তার চারজন দুদিন করে রিমান্ডে।
মাগুরায় ধর্মত্যাগে হুমকি: গ্রেপ্তার চারজন দুদিন করে রিমান্ডে।
মাগুরায় ধর্মত্যাগে হুমকি: গ্রেপ্তার চারজন দুদিন করে রিমান্ডে,মাগুরায় ধর্মত্যাগের হুমকি দিয়ে ৫০ হিন্দুবাড়িতে চিঠি দেয়ার ঘটনায় গ্রেপ্তার চারজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
দুপুরে উভয়পক্ষের শুনানি শেষে শ্রীপুর আমলী আদালত, মাহবুবা শারমিন এ আদেশ দেন। গেল মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেন। পাশাপাশি আসামিপক্ষ একইদিনে জামিনের আবেদন করলে আদালত আজ রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করেন।
গেল ২১শে মার্চ ইউসুফ বিশ্বাস, কোরবান আলী, হাবিবুর রহমান ও মোস্তাকিন বিল্লাহকে আটক করে পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণের দাওয়াতী কাজে সম্পৃক্ত ছিলেন।
শিক্ষাতথ্য টিভি