বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ কাদের মির্জার
বাড়িতে গুলি বর্ষণের অভিযোগ কাদের মির্জার
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়িতে গুলির বর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুলি ছোড়া হয় বলে মেয়রের ছোট ভাই শাহাদাত হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, আমরা বাড়িতে অবস্থান করছিলাম। পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ
শুনতে পাই। এ সময় আমাদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ
হতাহত হয়নি। তবে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, গুলির খবর পেয়ে আমরা
ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, মেয়র কাদের
মির্জার বাড়ির উত্তর পাশের এলাকা থেকে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে কেউ
হতাহত হয়নি। পুলিশ এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছে।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সাতটি মোটরসাইকেলে করে এসে কাদের মির্জার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল দুর্বৃত্তরা
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category