২১ এপ্রিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি ফরিদপুরের মধুখালি থেকে কামারখালি হয়ে মাগুরা পৌরশহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ কাজের জন্য ৮৮২ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর ।
একই সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্যদের প্রতিও।
২১ এপ্রিল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির ১৫তম ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
গত বছরের ৩১ অক্টোবর রেলওয়ে মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন ফরিদপুরের মধুখালি থেকে কামারখালি হয়ে মাগুরা পৌরশহর পর্যন্ত রেললাইন নির্মাণের প্রকল্প পরিদর্শন শেষে রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় বলেছিলেন দ্রুতই রেললাইনের কাজ শুরু হবে। এর আগে ২০১৭ সালের ১৫ জুলাই তৎকালীন রেলমন্ত্রী মুজিবুল হক রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় বলেছিলেন মাগুরায় রেললাইন স্থাপন করা হবে।
মাগুরার রেলপথ নির্মাণ কাজের জন্য ৮৮২ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব ক্রয় কমিটি কর্তৃক অনুমোদিত হওয়ায় মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এ্যাড.সাইফুজ্জামান শিখর Shikhor Saifuzzaman বলেছেন, ‘বর্তমান সরকারের যে চলমান উন্নয়ন কার্যক্রম চলছে সেই সেই কার্যক্রম থেকে মাগুরা পিছিয়ে নেই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রেই মাগুরাকে এগিয়ে নিতে আমরা সর্বাত্বক চেষ্টা করছি।’ তিনি আরও বলেন মাগুরাতে রেল যোগাযোগ চালু হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, একই সাথে মাগুরার সামগ্রিক অর্থনীতি আরও সচল হয়ে উঠবে। ব্যবসা-বাণিজ্য, কৃষিতে নতুন গতি আসবে।।শুভেচ্ছান্তেঃ-
মাগুরা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ