প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৭:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২১, ১১:১২ এ.এম
ধানের জমি থেকে যুবকের লাশ উদ্ধার !
ধানের জমি থেকে যুবকের লাশ উদ্ধার !
ভ্রাম
্যমান- প্রতিনিধি :- বগুড়ায় হারিয়ে যাওয়া এক যুবকের লাশ শনিবার সকাল ১০ টার দিকে বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বারপুর দক্ষিণপাড়ার ধানের জমি থেকে একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন, বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বারপুর দক্ষিণপাড়ার মৃত মকবুল হোসেন নান্নুর ছেলে সোনা মিয়া। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর স্থানীয় মসজিদে তারাবী নামাজে যাওয়ার কথা বলে বাড়িতে মোবাইল ফোন রেখে সোনা মিয়া বাড়ি থেকে বের হন। এরপর আর রাতে তিনি বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরের পর সোনা মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়া সদর থানায় একটি জিডি করেন। হারানো বিজ্ঞপ্তির জন্য এলকায় মাইকিং ও করা হয়। কিন্ত তাঁর পরও তাঁর কোন খোজ পাওয়া যায়নি ।
পরে শনিবার সকালে সোনা মিয়ার বাড়ির পিছনে ঘোলাগাড়ি ঈদগাহ মাঠ সংলগ্ন ধানক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন টের পেয়ে সেইদিকে এগিয়ে যায়। সেখান থেকেই একপর্যায়ে সোনা মিয়ার মরদেহের খুজে পায় তারা । পরে বগুড়া সদর থানায় খবর দিলে একপর্যায়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০টায় খবর পেয়ে পুলিশ ওই নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে। পরে তার এলাকা থেকে খোজ খবর নিয়ে জানতে পায়যে যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। পুলিশ বলছেন ময়নাতদন্তের শেষে জানা যাবে যে কি কারণে তার মৃত্যু হয়েছে।
শিক্ষাতথ্য টিভি