করোনাকালীন
স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর উত্তরার আজমপুরস্থ রাজউক কর্মচারী
কমার্শিয়াল কমপ্লেক্স বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি
কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এ নির্দেশ দেন আজ রোববার।
এদিন
সরকার ঘোষিত দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিকালে উত্তরা
এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিএনসিসির নির্বাহী
ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ছিলেন মেয়রও।
প্রত্যক্ষদর্শীরা
জানান, মেয়রসহ ম্যাজিস্ট্রেটরা মার্কেটটিতে প্রবেশ করার সময় ফটকগুলোতে
হ্যান্ড স্যানিটাইজার দেখা যায়নি। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মার্কেট
কর্তৃপক্ষের পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা চোখে পড়েনি।
এমতাবস্থায়
সার্বিক দিক বিবেচনায় মার্কেটটি বন্ধ করার নির্দেশ দেন ডিএনসিসির মেয়র
আতিকুল ইসলাম। পরে তা মাইকে প্রচার করা হয় এবং দোকানে দোকানে গিয়ে বন্ধের
কথা বলা হয়।
এ
বিষয়ে মেয়র আতিকুল বলেন, মার্কেটটিতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হয়নি।
সেজন্য আপাতত বন্ধ করে দেয়া হয়েছে এটি। মার্কেট কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি
নিশ্চিত করার প্রয়োজনীয় কার্যক্রম নিলে ফের খুলে দেয়া হবে।
যথাযথভাবে
নির্দেশনা মেনে না চললে দোকানপাট ও শপিংমল বন্ধ করে দেয়া হবে উল্লেখ করে
তিনি বরেন, প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হ
এ
অভিযানে উত্তরার বেশ কয়েকটি মার্কেট পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র আতিকুল
ইসলাম। এ সময় ক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার
অনুরোধ করেন তিনি।
করোনার সংক্রমণ রোধে দেশে আরোপিত চলমান লকডাউন বা
বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। গত বুধবার
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন আরো কিছু
নির্দেশনা দেয়া হয়।