নির্ভীক
নেটওয়ার্ক ও ব্রাউন ওয়ার্দী ট্রাস্টের অর্থায়নে কোভিট (১৯) ক্ষতিগ্রস্ত
হতদরিদ্র ১০টি পরিবারকে পবিত্র ঈদুলফিতর উপলক্ষে ঈদ-উপহার প্রদান করা হয়
। মঙ্গলবার (১১ মে ) স্বাস্থ্যবিধি মেনে বিকাল ৩টায় সময় চকপাঠকস্থ নিজ
বাড়িতে। হতদরিদ্র পরিবারের মধ্যে ৫ জন মহিলা এবং ৫ জন পুরুষ । এদের মধ্যে
মো. বকুল মিয়া, মো. আবুল কালাম, মো. দুনা মিয়া, মো. হযরত আলী, মো. আব্দুল
মান্নন ও মোছা. শাহিদা বেগম, মোছা. দুলালী বেগম, মোছা. কেনি বেগম, মোছা.
ইয়াছমিন, মোছা. খুশী বেগম ।
বিতরণকালে উপস্থিত ছিলেন নির্ভীক নেটওর্য়াক ও ব্রাউনওয়ার্দী ট্রাস্টের
শেরপুর জেলা প্রতিনিধি মাইমুনাতুন জান্নাত তুষ্টি। বিতরণে সহযোগিতায়
ছিলেন শাহ্ রিয়ার হোসেন শিশির, তাসলিমা জান্নাত মৌ, ওয়াসিক আরাফাত তনয়
প্রমুখ ।