আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটিও শিক্ষাতথ্য টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ গিয়াস উদ্দিন কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক ও শিক্ষাতথ্য টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন—-( ঈদ মোবারক )—-
সবাই সরকারি নির্দেশনা মেনে ঈদ উদযাপন করবেন, দূরত্ব বজায় রাখবেন,মুখে মাস্ক পড়বেন,
এবং সতর্কতা অবলম্বন করবেন, কারন বেঁচে থাকলে হাসিখুশি ভাবে আরো অনেক ঈদ করতে পারবেন,সেদিকেও খেয়াল রাখতে হবে, নিজে সুস্থ থাকুন নিজের ফ্যামিলিকেও সুস্থ রাখুন।
আর এই মহামারীর সময়ে আজকে যারা করোনাভাইরাস সহ বিভিন্ন রোগের অসুস্থ হয়ে মেডিকেলে মধ্যে ভর্তি আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা এই ঈদের ওসিলায় তাদেরকে খুব দ্রুত সুস্থতা দান করুক —-( আমিন )—-
আমাদের দেশের সকল শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভাই-বোনদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল, তাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশালভাবে ঈদের—(শুভেচ্ছা ও অভিনন্দন রইল)— কারণ তারা আমাদেরকে ঈদের আনন্দ করতে দিয়ে তাদের ঈদের আনন্দটা বুকের মধ্যে চাপা দিয়েছে, আমাদের মত তাদেরও মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান আছে, আমাদের মত তারা সবার সাথে ঈদ করার ইচ্ছা হয়, তারা আমাদের জন্য ঈদের আনন্দ ভুলে গিয়ে,দেশের জানমাল রক্ষার্থে ঈদের সময়ও কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদেরকে জানাই স্যালুট।
আর ফিলিস্তিনি, সিরিয়া ও বার্মা সহ যে সকল দেশ আমাদের মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, সন্ত্রাসী হামলা করা হচ্ছে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ এই ঈদের উসিলায় আপনি তাদেরকে হেফাজত করুক এবং হামলাকারী সকল সন্ত্রাসীদেরকে আপনি ধ্বংস করে দিন—-( আমিন )—