দুই
বাংলার ৬ জন তারকা শিল্পী কণ্ঠ দিলেন এক গানে। এটি লিখেছেন কবির বকুল।
সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এপার বাংলার তপন
চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও চন্দন সিনহা আর ওপার বাংলার ঊষা উত্থুপ, রাঘব
চ্যাটার্জি ও জয় সরকার।‘এসো- এসো সুন্দরে, এসো সত্যে, এসো আনন্দে
স্বপ্ন গড়তে/ এসো আঁধার সরিয়ে দেওয়া আলোতে, এসো ভালোর চেয়ে আরও ভালোতে’
কথার এই গানটি তৈরি হয়েছে বিটিভি’র ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র
জন্য।গীতিকবি কবির বকুল বলেন, ‘গানটি করার পেছনে মূল উদ্দেশ্য সত্য
আর সুন্দরের বার্তা ঈদ আনন্দে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সঙ্গে দুই বাংলার
সম্প্রীতির বন্ধনটাও এখানে ফুটে উঠেছে। দুই বাংলার ছয়জন শিল্পীই পরম মমতা
নিয়ে গানটিতে অংশ নিয়েছেন। আমি কৃতজ্ঞ সবার প্রতি।’
‘আনন্দ মেলা’ প্রচার হবে ঈদের দিন রাতে বাংলাদেশ টেলিভিশনে।