জয়পুরহাটে বজ্রপাতে দুইজনের মৃত্যু।
জয়পুরহাটে বজ্রপাতে দুইজনের মৃত্যু।
জয়পুরহাটে পৃথক স্থানে বজ্রপাতে শাকিল হোসেন (২৩) নামে এক কলেজছাত্র ও ফারুক হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আক্কেলপুর উপজেলা রুকিন্দীপুর ইউনিয়নের চকবিলা গ্রামের মাঠে শাকিলের গরু ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া ছিল। বিকেলে প্রচন্ড বৃষ্টির মধ্যে গরু নিতে যায় শাকিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে পাঁচবিবি উপজেলার ছোটমানিক গ্রামে পাটের ক্ষেতে সার দিতে যায় কৃষক ফারুক। এসময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category