অর্থ পাচারের তালিকা নেই অর্থমন্ত্রীর কাছে
অর্থ পাচারের তালিকা নেই অর্থমন্ত্রীর কাছে
অনলাইন ডেস্ক
বাংলাদেশে
কারা অর্থ পাচারের সঙ্গে জড়িত সে সংক্রান্ত কোনো তথ্য অর্থমন্ত্রী আ হ ম
মুস্তফা কামালের কাছে নেই। বিরোধী দল বা কারো কাছে এ ব্যাপারে কোনো তথ্য
থাকলে তা জানাতে অনুরোধ করেছেন তিনি।আজ সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধীদলীয় সদস্যরা অর্থ পাচারের প্রসঙ্গ তুললে তিনি এমনটা জানান।
কারা অর্থ পাচারের সঙ্গে জড়িত সে সংক্রান্ত কোনো তথ্য অর্থমন্ত্রী আ হ ম
মুস্তফা কামালের কাছে নেই। বিরোধী দল বা কারো কাছে এ ব্যাপারে কোনো তথ্য
থাকলে তা জানাতে অনুরোধ করেছেন তিনি।আজ সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধীদলীয় সদস্যরা অর্থ পাচারের প্রসঙ্গ তুললে তিনি এমনটা জানান।
অর্থমন্ত্রী বলেন, কারা দেশের টাকা নিয়ে যায়, সেই তালিকা আমার কাছে নেই।
পাচারকারীদের নামগুলো আমাদের দেন। তাদের ধরা আমাদের জন্য সহজ হবে।তিনি আরো বলেন, এখনও পাচারকারীদের অনেকেই জেলে আছে। বিচার হচ্ছে। আগে যেমন ঢালাওভাবে চলে যেত, এখন তেমন নেই।অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে চলে যাবে,
আপনাদের যেমন লাগে, আমারও লাগে। আমি অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে। আমরা সবাই
চাই, এগুলো বন্ধ করতে হবে। আগে সিমেন্টের নাম করে বালি আসত। একটার নাম
কবরে আরেকটা আসত। আন্ডারইনভয়েসিং, ওভারইনভয়েসিং আগের মতো হয় না। একদম বন্ধ
হয়ে গেছে বলব না। পত্রপত্রিকায় দেখতে পাই না।
পাচারকারীদের নামগুলো আমাদের দেন। তাদের ধরা আমাদের জন্য সহজ হবে।তিনি আরো বলেন, এখনও পাচারকারীদের অনেকেই জেলে আছে। বিচার হচ্ছে। আগে যেমন ঢালাওভাবে চলে যেত, এখন তেমন নেই।অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে চলে যাবে,
আপনাদের যেমন লাগে, আমারও লাগে। আমি অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে। আমরা সবাই
চাই, এগুলো বন্ধ করতে হবে। আগে সিমেন্টের নাম করে বালি আসত। একটার নাম
কবরে আরেকটা আসত। আন্ডারইনভয়েসিং, ওভারইনভয়েসিং আগের মতো হয় না। একদম বন্ধ
হয়ে গেছে বলব না। পত্রপত্রিকায় দেখতে পাই না।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category