দশমিনায় ইয়াবাসহ গ্রেফতার-১
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মো. শহিদুল ইসলাম এর নের্তৃত্বে র্যাব সদস্যরা দশমিনায় ৭০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার পূর্ব আলীপুরায় অভিযান চালিয়ে।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা এলাকা থেকে আবুল হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়। তাকে তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আবুল হোসেন আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। আটককৃত আবুল হোসেন মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘ দিন ধরে এ এলাকায় কৌশলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন মোটরসাইকেল চালক হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৭০ পিচ ইয়াবা, ১ টি মোবাইল ফোন ও ২ টি সীম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে দশমিনা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে দশমিনা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।