প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ৩:২০ পি.এম
এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ২০০ মরা মুরগি জব্দ।
এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ২০০ মরা মুরগি জব্দ।
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ২০০ মরা মুরগি জব্দ করা হয়েছে,রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার সময় জড়িত ৭ জনক আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার বিকেল ৩ টায় এসব মরা এবং অসুস্থ মুরগি এনে রান্নার জন্য জবাই করার সময় একজন ক্রেতা তা লক্ষ্য করেন। তিনি এপিবিএনের দায়িত্বরতদের কাছে বিষয়টি জানালে তারা এসব মুরগি আটক করে। এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজকে জানানো হলে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। তবে এ বিষয়ে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট বা এপিবিএনের পক্ষ থেকে কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি।
রেস্টুরেন্টটি এবছর ফেব্রুয়ারিতে লিজ নেয়া হয়েছে বলে জানান আমিন মোহাম্মদ কন্সট্রাকশন গ্রুপের এই এয়ারপোর্ট রেস্টুরেন্টের ক্যাশিয়ার
শিক্ষাতথ্য টিভি