-আজ বাবা দিবস—
-আজ বাবা দিবস—
বাবা দিবসে আমার বাবাসহ পৃথিবীর সকল বাবাদের জন্য রইল অনেক অনেক দোয়া,
মৃত বাবা মায়েদের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে,যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে নেই আল্লাহতালা তাদেরকে পরকালের জীবন শান্তিময় এবং জান্নাতবাসি করুক।
—যাদের বাবা মা জীবিত আছে—
প্রত্যেক সন্তানের জন্য হল বাবা-মা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ,যার বাবা-মা নেই সেই বুঝে বাবা-মা কি জিনিস, প্রত্যেক সন্তানরা প্রতিদিন বাবা-মার খোঁজ খবর রাখা, সেবা যত্ন করা, তাদের সাথে হাসিখুশি ভাবে ভালো ব্যবহার করা ফরজ।
বাবা-মা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করতে যেমনি বিরক্ত বোধ করেনি,ঠিক তেমনি বৃদ্ধ বয়সে তাদেরকে আমরাও সেবা যত্ন করতে তাদের ভরণপোষণ দিতে যেন বিরক্ত বোধ করব না।
বাবা-মা দিবস সন্তানদের জন্য হলো প্রত্যেক দিন, কারণ বাবা-মাকে একদিন মূল্যায়ন করলে হবে না, তারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তাদেরকে ততদিন মূল্যায়ন করতে হবে,তারা দুনিয়াতে বেঁচে থাকলে তাদের জন্য ভালো ভালো খাবার, কাপড়চোপড়, চিকিৎসা, আদর যত্ন, ভালোবাসা, ভালো ব্যবহার,সবকিছু দিতে হবে,এটা আল্লাহ তাআলার হুকুম।
বাবা-মার হক পরিপূর্ণভাবে আদায় করলে, তারপর এই বাবা দিবস পরিপূর্ণ হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category