অনেকটা নিঃশব্দেই কভিড-১৯ টিকা পর্যটন চালু করেছে আবুধাবি
অনেকটা নিঃশব্দেই কভিড–১৯ টিকা পর্যটন চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ভিসাপ্রাপ্তদের জন্য টিকা অনুমোদনের পর পর্যটকদের বিনা মূল্যে টিকা দিচ্ছে আবুধাবি।
বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দেয়নি আমিরাত কর্তৃপক্ষ।
খবর এএফপি।
এর আগে চলতি মাসের শুরুতে ইউএই কর্তৃপক্ষ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছিল, প্রবেশ ভিসাসহ প্রত্যেক পর্যটকের জন্য বিনা মূল্যে কভিড–১৯ প্রতিরোধী টিকা অনুমোদন করা হয়েছে।
রাজধানী আবুধাবিসহ সাতটি আমিরাত নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাত।
পর্যটকদের কীভাবে টিকা দেয়া হচ্ছে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর আলোচনা চলছে।
যেখানে ইউএইতে স্থানীয়ভাবে জারি করা পরিচয়পত্রধারীরাই কেবল টিকা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছিল।
বর্তমানে আবুধাবির স্বাস্থ্যসেবা অ্যাপে দর্শনার্থীদের জন্য ফাইজার/বায়োএনটেক কিংবা চীনা সিনোফার্মের টিকা নিবন্ধনের সুবিধা রয়েছে।
অ্যাপটিতে দুটি আলাদা ট্যাব রয়েছে।
যেখানে একটি আমিরাতি ও স্থানীয় বাসিন্দাদের জন্য এবং অন্যটি পর্যটকদের জন্য।
পর্যটকরা অ্যাপটিতে তাদের পাসপোর্টের তথ্য ব্যবহার করে টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে পারেন।
সেখানে বলা হয়েছে, আবুধাবির জারি করা ভিসা কিংবা অ্যারাইভাল ভিসার জন্য যোগ্য পাসপোর্ট থাকা লোকেরা টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।
টিকা নেয়ার সময় ভিসার প্রমাণ কিংবা একটি এন্ট্রি স্ট্যাম্পের প্রয়োজন হয়।
পর্যটকদের টিকা দেয়ার এ উদ্যোগ নিয়ে এএফপি যোগাযোগ করলেও আবুধাবি কর্তৃপক্ষ বিস্তারিত বিবরণ সরবরাহ করেনি।
অঞ্চলটির জরুরি অবস্থা, সংকট ও দুর্যোগ কমিটি ১১ জুনের এক বিবৃতিতে জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ প্রবেশ ভিসা কিংবা রেসিডেন্সি অনুমতিপ্রাপ্তদের সুরক্ষা, স্বাস্থ্য এবং মহামারীর ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে তাদের টিকা দেয়ার অনুমোদন দেয়া হয়েছে।
বিশ্বজুড়ে সর্বাধিক টিকাদান হার নিয়ে ইউএই এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উপসাগরীয় অঞ্চলে জীবনযাত্রা বেশির ভাগ ক্ষেত্রে স্বাভাবিক অবস্থার ফিরে এসেছে।
খুলে দেয়া হয়েছে রেস্তোরাঁ ও হোটেল।
তবে এখনো মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্বের মতো বিধিনিষেধ জারি রয়েছে।
কভিড–১৯ মহামারী আঘাত হানার কয়েক মাসের মধ্যেই ভ্রমণকারীদের প্রবেশে অনুমোদন দেয়া প্রথম গন্তব্যগুলোর একটি ছিল দেশটির আরেক আমিরাত দুবাই।
গত বছরের জুলাই থেকে পর্যটকদের স্বাগত জানাচ্ছে অঞ্চলটি।
তবে এক্ষেত্রে সতর্ক পদক্ষেপ নিয়েছিল আবুধাবি।
দুবাই থেকে এক্সপ্রেস হাইওয়ে দিয়ে ৯০ মিনিটের দূরত্বে থাকা আবুধাবি গত ডিসেম্বরে পর্যটক প্রবেশের অনুমতি দেয়।
পাশাপাশি অঞ্চলটিতে আসা পর্যটকদের অবশ্যই করোনাভাইরাসের নেতিবাচক পরীক্ষা দেখাতে হয়।
ইউএই প্রতিটি পৃথক আমিরাতের জন্য কভিড–১৯ পরিসংখ্যান প্রকাশ করে না।
এখন পর্যন্ত উপসাগরীয় দেশটিতে ৬ লাখ ১৩ হাজার ৯৯৩ জন কভিড–১৯ শনাক্ত হয়েছে।
পাশাপাশি ভাইরাসটিতে সংক্রমিত হয়ে দেশটির ১ হাজার ৭৬৩ জনের মৃত্যু হয়েছে।