মাগুরা মুহম্মদপুর উপজেলার বানিবাহু গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা
মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ননের বানিয়াবহু গ্রামে আজ সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের লোকজন নজিরের নেতৃত্বে মোহাম্মদ মাফুজার মোল্যা (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনা স্থল থেকে ৪ জন কে আটক করেছে।
১.মোহাম্মদ হোসেন আলি (৫০) ২. কোবাদ আলি (৪০) আরও অন্য ২জন কে। এবং ৫ জন গুরুত্ব ভাবে আহত। কলিম উদ্দিন আছেন ফরিদপুর হাসপাতালে ও অন্য রোগীরা মাগুরা ও মোহাম্মদপুর হাসপাতালে ভর্তি আছেন।।