চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের অভিযানে ২১ লক্ষ টাকার ২১০ গ্রাম হেরোইনসহ শহিদুল ইসলাম(৩৮) নামে এক যুবক আটক হয়েছেন। বৃহস্পতিবার(১জুলাই)
দুপুর সোযা ১টার দিকে শাজাহানপুর ইউনিয়নের রাজপাড়া গ্রামে পাকা সড়কের উপর অভিযান চালানো হয়। আটক শহিদুল ওই ইউনিয়নের হাকিমপুর টোপপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এক মাদক ব্যবসায়ীর মাদকসহ অবস্থানের গোপন খবওে অভিযান চালানো হয়। অভিযানে ২১০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হন শহিদুল। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।