পাবনায় ৭৭ কেজি গাঁজা ১ টি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১২ সিপিসি টু সদস্যরা। শনিবার দিবাগত রাত ১০টায় র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা সদর উপজেলা গাছপাড়া মোড়ে চেকপোষ্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ও জয়নাল আবেদীন নামে ২ যুবককে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে ৭৭ কেজি অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা, যার মূল্য ২৫ লাখ টাকা হবে বলে মনে করেন র্যাব।
এ দিকে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার বলেন বিশেষ কায়দায় ১টি ট্রাকে অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা বহন করছিল । র্যাব বলেন আটককৃত আসামি দেশের চিহিৃত মাদক ব্যবসায়ী। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। রাতেই আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করা হয়েছে।