মাগুরার আজমপুরে প্রতিবেশীকে মারধর ও জমি দখলের অভিযোগ
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর গ্রামের গরিব কৃষক জসিমউদ্দিন, পিতা: আলী আকবর মোল্লা তার প্রতিবেশী সিদ্দিক মোল্লা ও তার ছেলে সাইফুল, রিয়াজ ও বাহারুল এর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও জমি দখলের অভিযোগ করেছেন।
অভিযোগ কারী জসিম উদ্দিন জানান সিদ্দিক মোল্লা ও তার ছেলেরা কারনে অকারনে তাদের উপর প্রায়শ মানসিক নির্যাতন চালান ও মারধোর করেন এবং পক্ষান্তরে তার বাড়ির পাশে লাগোয়া ১০ শতক পুকুর সিদ্দিক মোল্লার কাছ থেকে নগদ মূল্যের কিনে নিলেও, এখন রেজিস্ট্রি করে দেবে না বলে নানা ফন্দি-ফিকির করছে, উল্টো পুকুরটি দখলের পাঁয়তারা করছে। গত ১ জুলাই বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে সাইফুল, রিয়াজ ও বাহারুল তাদের উপর চড়াও হয় এবং জসিমউদ্দিনকে বেদম প্রহার করে। এ ব্যাপারে মাগুরা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করতে গেলে তারা পুনরায় আবার জসীমউদ্দীনের পরিবারের উপর আক্রমণ করে এমনকি মেরে ফেলার হুমকি প্রদান করা হয়েছে বলে জসিম উদ্দিন জানান। বিবাদীদের পক্ষ থেকে তার ভাই মফিজুল ইসলাম অভিযোগ প্রত্যাখ্যান করেন, কিন্তু প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন হামলার অভিযোগ সঠিক বলে বর্ণনা দিয়ে বলেন “পুরুষদের পাশাপাশি মহিলারাও এদের উপর হামলা চালিয়েছিল”। তবে উভয় পরিবার শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে আগ্রহী। তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ জানান ” অভিযোগ তদন্ত চলছে, প্রশাসন ও ইউনিয়ন এর চেয়ারম্যান মিলে শান্তিপূর্ণ সমাধান করার চেষ্টা চলছে