প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২১, ৯:৫০ এ.এম
৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক
কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক।
কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র
্যাব। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে,বুধবার (৭ জুলাই) রাত ১১টায়, শহিদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে র্যাবের অভিযানে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলো: উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিল এলাকার মোহাম্মদ মফিজ ওরফে মফিজ মিস্ত্রীর ছেলে মো. সরওয়ার আলম (২২) ও মোহাম্মদ মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২১) এবং একই ইউনিয়নের ধামনখালী ছৈয়দ আহম্মদের ছেলে মোহাম্মদ মোবারক (১৮)
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, বুধবার রাতে টেকনাফ থেকে অটোরিকশাযোগে ইয়াবার বড় একটি চালান পাচারের খবরে র্যাবের একটি দল উখিয়ার থাইংখালী স্টেশনের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সড়কের ওপর অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা সন্দেহজনক একটি অটোরিকশা সেখানে পৌঁছালে থামার জন্য নির্দেশ দেয়া হয়।
এতে গাড়িতে থাকা লোকজন দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া দিলে দুইজন পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয়। পরে আটকদের সঙ্গে থাকা কাপড়ের ব্যাগ এবং পাচারকাজে ব্যবহৃত অটোরিকশাটি তল্লাশি করে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিলো। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
শিক্ষাতথ্য টিভি