ফরিদপুরে২৫ গ্রাম গাঁজা ও ৪ টি গাঁজার গাছসহ ২ জন গ্রেফতার
ফরিদপুরে২৫ গ্রাম গাঁজা ও ৪ টি গাঁজার গাছসহ ২ জন গ্রেফতার
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
ফরিদপুরে জনাব মোঃ শহিদুল ইসলাম,অফিসার ইনচার্জ, মধুখালী থানার নেতৃত্বে এস,আই মাসুদ রানা সঙ্গীয় অফিসারসহ মেগচামী ইউনিয়নের শিবপুর উত্তরপাড়া হতে আসামী বিকাশ বালা(৩৯), পিতা-সহাদেব বালা, গ্রাম-শিবপুর উত্তরপাড়া, থানা-মধুখালী, জেলা-ফরিদপুরকে ২৫ গ্রাম গাঁজা ও ০৪টি গাঁজার গাছসহ গ্রেফতার করেন। পরে উক্ত আসামীর স্বীকারোক্তিমতে তার সহযোগী অপর আসামী দীপ্ত ভৌমিক(২৫), পিতা-জগন্নাথ ভৌমিক, সাং-চর বামুন্দি, থানা-মধুখালী জেলা-ফরিদপুরকে চরবামুন্দি এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category