গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু
ছবি সংগৃহীত
রাজশাহী
মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২৫ জনের মৃত্যু
হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বধুবার (১৪ জুলাই) সকাল ৮টার
মধ্যে তারা মারা গেছেন বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
মৃতদের মধ্যে
রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা থেকে ৩ জন করে ৯ জন, নওগাঁ
থেকে ২ জন আর কুষ্টিয়া ও যশোর থেকে একজন করে দুজনের মৃত্যু হয়েছে। তাদের
মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪
জন। বাকি চারজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৭২ জন রোগী ভর্তি
হয়েছেন। যাদের মধ্যে করোনা আক্রান্ত ও উপসর্গের রোগী রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ৪৫৪টি করোনা বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৫০০ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।