ইমান উদ্দিন
-মাগুরা প্রতিনিধি-
মাগুরার শ্রীপুর উপজেলার রাজধরপুর গ্রামের রাবেয়া বেগম নামের এক গৃহবধূ প্রতিপক্ষর হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত আছেন। এ ঘটনায় মহিলার স্বামী আকিদুল বাদী হয়ে বুধবার রাতে ৬ জনকে আসামি কোরে মাগুরা শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।
আকিদুল জানান, তার জমির আইলে পার্শ্ববর্তী জমির মালিক, আলেমান সরদার দুটি কলাগাছ লাগান। আকিদুল জানাই আলেমান সরদারকে কলাগাছ দু’টি জমির আইল থেকে উঠিয়ে তার নিজস্ব জমির মধ্যে লাগাতে বলেন। বারবার বলা সত্তেও আলেমান সরদার কলা গাছ দু'টি না উঠিয়ে রেখে দেন। তিনি প্রায় ১৪থেকে ১৫ দিন পরে তার জমির আইল থেকে কলা গাছ দু'টি উঠিয়ে আলেমান সরদারের জমির মধ্যে রেখে দেন।
বিষয়টি আলেমান সরদারের ছেলে বিল্লাল সরদার, ঝন্টু সরদারের ছেলে ইমন সরদার ও রিমন সরদার জানতে পেরে ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে এসে গালিগালাজ করে ও তার স্ত্রীর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এবং তার মেয়ে বন্যা খাতুনকে মারধর করে চলে যায়।
প্রতিবেশিরা আহত রাবেয়া বেগম ও বন্যা খাতুনকে পরে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসারত আছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় জানান, এ ঘটনায় আহত রাবেয়া বেগমের স্বামী আকিদুল বাদী হয়ে ৬ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।