কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ২০ জনের মৃত্যু
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ২০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
পুরোনো ছবি
কুষ্টিয়ায়
গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল
রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত মারা যান তারা। এদের
মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন এবং উপসর্গ নিয়ে মারা যান বাকি ছয় জন।
গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল
রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত মারা যান তারা। এদের
মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন এবং উপসর্গ নিয়ে মারা যান বাকি ছয় জন।
করোনা
ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)
আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া ২০ জনই
কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
মেডিকেল অফিসার
আশরাফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭২১টি নমুনা পরীক্ষায় ২০৪ জনের করোনা
শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২৯ শতাংশ।
তিনি
আরও জানান, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০
শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫৬ জন এবং জেলায় হোম
আইসোলেশনে রয়েছেন তিন হাজার ৬৫৯ জন। প্রসঙ্গত, কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায়
আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৭১ জন। আর মারা গেছেন ৪০৯ জন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category