সাকিবকে টাকা ছাড়াই গরু দিতে চান ভক্ত বিনিময়ে দিলেন শর্ত!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
আসন্ন ঈদুল আজহায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজের প্রিয় গরু দিয়ে দিতে চান তার এক ভক্ত। এর জন্য নির্ধারিত কোনো মূল্য রাখবেন না তিনি।গরুর বিনিময়ে সাকিবের পক্ষ থেকে তাকে সপরিবারে হজে পাঠানোর ব্যবস্থা করলেই তিনি খুশি। এমন ইচ্ছার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদীখান থানার
মালখানগর ইউনিয়নের শফিকুল ইসলাম পলাশ। প্রায় ৪ বছর ধরে গরুটি লালন-পালন করছেন শফিকুল ইসলাম পলাশ। গরুটির জন্ম তারই গোয়ালঘরে।
পলাশ তার প্রিয় গরুর নাম রেখেছেন ‘রাজ বিক্রমপুরী’। বিশালাকার গরুটির ওজন কত জানেন না পলাশ, এতে কত মণ মাংস হবে সে বিষয়েও ধারণা নিতে চান না।কারণ এসব জেনে গরুটির বর্তমান বাজারমূল্য জানার কোনো ইচ্ছা নেই তার। তাই ‘রাজ বিক্রমপুরী’কে কখনও ওজন স্কেলে তোলেননি পলাশ।
জানা গেছে, বেশ কয়েক বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কা’টানোর পর দেশে ফিরে গরু পালনে মনোযোগী হয়েছেন পলাশ। তার স্বপ্ন বাংলাদেশের সবচেয়ে বড় গরুর মালিক হওয়া।
সেই লক্ষ্যেই রাজ বিক্রমপুরীকে পালন করছিলেন। এবার পলাশের স্বপ্ন তার গরুকে সাকিব আল হাসানের হাতে তুলে দিতে। বিনিময়ে সপরিবারে হজে যেতে চান।