মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
বাগেরহাটে কঠোর লকডাউনের প্রথম দিনে ট্রাক চাপায় ৬ ইজিবাইক যাত্রী নিহত কঠোর লকডাউনের মধ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
এ ঘটনায় একজন আহত হয়েছে।আজ শুক্রবার ভোর ৭টার দিকে উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।গোলাম সারওয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এরপর সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে তারা সকলেই পানবাজার এলাকার পান বিক্রেতা ইজিবাইকটি ফকিরহাট থেকে মংলার দিকে যাচ্ছিলো ওখানকার এলাকা বাসিন্দা দের দাবি এ সমস্ত ব্যাটারি চালিত ইজিবাইক,ভ্যান,রিকশা ও সকল ব্যাটারি চালিত যানবহন হাইওয়ে থেকে এবং আমাদের বাংলাদেশ থেকে উচ্চেদ করার জন্য সরকারের কাছে আহ্বান জানাই এবং ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।