বগুড়ার শেরপুরে করতোয়া নদীর পাশে থেকে যুবকের লাশ উদ্ধার!
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
বগুড়ার শেরপুরে আমের চারার ক্ষেত থেকে মো. খলিলুর রহমান (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।সোমবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের করতোয়া নদীর পার্শ্বে থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত খলিলুর রহমান (২১) গাড়ীদহ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষায় পাশ করেছিলেন এবং পড়াশোনার পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
নিহতের চাচা মো. জহুরুল ইসলাম জানান, রবিবার রাত ৮টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে গিয়ে দেখি তার লাশ আমের নার্সারীতে পড়ে আছে।শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।