বগুড়ায় ২৬৮ বোতল বিষাক্ত মদ রেক্টিফাইড স্পিরিট উদ্ধারসহ ২ জনকে আটক করেছে র্যাব-১২।
মোঃ রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার
র্যাব-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্প তার গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জানতে পারে যে, বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকায় অবৈধভাবে বিষাক্ত মদ রেক্টিফাইড স্পিরিট (যাহাতে ৯০% এ্যালকোহল রয়েছে) মাদকদ্রব্য হিসেবে এলাকার নেশাগ্রস্থ মানুষের নিকট বিক্রয় করছে। এ তথ্যের ভিত্তিতে ২২.০০ ঘটিকায় বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন,
(জি), বিএন এর নেতৃত্বে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন কুন্দগ্রাম বাজারে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ওয়াহেদ আলী (৪০), পিতা-মোঃ নাসির উদ্দীন, সাং- কুন্দগ্রাম চেচুয়া, ২। মোঃ আলম আলী আকন্দ (৩০), পিতা-মৃত হোসেন আলী আকন্দ, সাং-চাঁপাপুর , উভয় থানা – আদমদীঘি, জেলা-বগুড়াদ্বয়কে সর্বমোট ২৬৮ বোতল বিষাক্ত মদ রেক্টিফাইড স্পিরিট (৮.৪ লিটার), ০১ টি মোবাইল, ০২ টি সীম এবং নগদ ৮০০/- টাকাসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক সেবীদের নিকট মাদকদ্রব্য হিসেবে রেক্টিফাইড স্পিরিট বিক্রয় করে আসছে। যা প্রচন্ড নেশার সৃষ্টি করে। প্রতি বোতল ৩০০ টাকা দড়ে মোঃ ওয়াহেদ মিয়া গোপনে মাদক সেবীদের নিকট বিক্রি করতেন। উল্লেখ্য যে, গত ২ মাস আগে বগুড়ার বিভিন্ন হোমিও প্যাথির দোকান থেকে বিষাক্ত রেক্টিফাইড স্পিরিট পান করে ১৮ জনের অধিক মানুষ মারা যায়। এ ঘটনা সারাদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এ ধরনের অবৈধ ব্যবসা যেন ভবিষ্যতে বগুড়া জেলায় কেহ না করতে পারে এবং কোন ধরনের জান মালের ক্ষতি না হয় সে বিষয়ে র্যাব সজাগ দৃষ্টি রাখছে।